রানওয়ে মেরামতির জন্য টানা ১৫ দিন বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দর। এদিকে সামনেই গুড ফ্রাইডে, নব বর্ষের ছুটির জন্য পাহাড়ে যেতে মুখিয়ে রয়েছেন পর্যটকেরা। কিন্তু বিমান চলাচল বন্ধ থাকায় অনেকেই বুকিং বাতিল করতে পারেন। যার জেরে ক্ষতির মুখে পড়তে পারে পাহাড়ের পর্যটন ব্যবসায়ীরা। এসব কিছু মাথায় রেখেই বড়সড় ঘোষণা করল ভারতীয় রেল।
পর্যটকদের ভোগান্তি থেকে রেহাই দিতে তিন জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এনজিপি ও হাওড়ার মধ্যে একজোড়া, কামাক্ষা ও শিয়ালদার মধ্যে একজোড়া এবং রাঙাপারা থেকে পুরী পর্যন্ত চলবে একজোড়া ট্রেন। প্রতিটি ট্রেনই সপ্তাহে একদিন করে চলবে বলে খবর।
হাওড়া থেকে এনজিপি পর্যন্ত বিশেষ ট্রেনটি চালু হচ্ছে ১৪ এপ্রিল, কামাক্ষা শিয়ালদার মধ্যে ১৬ এপ্রিল এবং রাঙাপারা পুরীর মধ্যে ১৮ এপ্রিল থেকে চালু হয়ে যাবে। উল্লেখ্য রানওয়েতে ফাটলের জেরে মাঝে কিছুদিন বিমান পরিষেবা বন্ধ ছিল। বর্তমানে সংস্কারের জন্য পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে রানওয়ে মেরামতির কাজ শুরু করেছে বর্ডার রোডস অর্গানাইজেশনের সদস্যরা।
Comments are closed.