সকালে পরপর দুটি ট্রেন বাতিল হওয়ার জের। শিয়ালদার দক্ষিণের ক্যানিং শাখার তালদি স্টেশনে ভোর সাড়ে পাঁচটা থেকে ট্রেন অবরোধ। কী কারণে ভোরের দুটি ট্রেন বাতিল করা হয়েছে, তা জানতে চেয়ে কয়েক হাজার যাত্রী ট্রেন অবরোধ করেছেন। অবরোধের জেরে শিয়ালদাগামী ক্যানিং লোকাল আটকে পড়ে। কর্মস্থলে যেতে সমস্যায় পড়েন যাত্রীরা।
ঘটনাস্থলে পৌঁছায় রেলের অধিকারিকরা। নিত্য যাত্রীদের দাবি, ভোর ৩ টে ৪৫-এর প্রথম ট্রেন বাতিল হয় প্রথমে। এরপর যে ট্রেন আসে, সেখানেও উঠতে পারেনি যাত্রীরা। বলা হয় এটা চা স্টাফ স্পেশ্যাল ট্রেন। এরপরেই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা অবরোধ শুরু করেন।
একইভাবে পরপর দুটি ট্রেন বাতিল হওয়ায় শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনেও ভোর ৪টে ৪০ থেকে অবরোধ শুরু হয়। সমস্যায় পড়েন বহু যাত্রী।
Comments are closed.