এবার থেকে রাতে ট্রেনে সফর করতে গেলে মানতে হবে কিছু নিয়ম। বিজ্ঞপ্তি জারি করে জানাল রেল মন্ত্রক। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মূলত যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখে এই নতুন নিয়মগুলো কার্যকর করা হয়েছে। মজার বিষয়, শুধু যাত্রী নয়, রেলের কর্মচারীদের জন্যও কয়েকটি নিয়ম লাগু করা হয়েছে।
রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত রাত ১০ টার পর ট্রেনে সফর করলে নিয়মগুলো মেনে চলতে হবে। রাত ১০টার পর কোনও যাত্রী ওপর যাত্রীর সঙ্গে বা ফোনে উচ্চস্বরে কথা বলতে পারবেন না। এতে অন্যান্য যাত্রীদের ঘুমের ব্যাঘাত ঘটে। রেলের তরফে জানানো হয়েছে, হামেশাই তাদের কাছে যাত্রীরা এই ধরণের অভিযোগ করেন। সেক্ষেত্রে অন্যান্য যাত্রীদের কথা মাথা রেখেই এবার নিয়ম জারি করে এটা বন্ধ করতে চায় রেল।
পাশপাশি রাতের জন্য নির্দিষ্ট আলো ছাড়া বাকি সব আলো বন্ধ রাখারও নির্দেশও জারি করা হয়েছে। সেই সঙ্গে RPF, চেকিং স্টাফ, ইলেকট্রিশিয়ান ইত্যাদি ক্ষেত্রে স্টাফদের রাতে শান্তিপূর্ণভাবে কাজ করা নিয়ে নিয়ম জারি করেছে রেল। নিয়মগুলো যাত্রীরা সঠিক ভাবে মেনে চলছে কিনা, তা দেখার জন্য রেল কর্মচারীদেরই নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙা হলে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনও অভিযোগ পেলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীদেরই জবাব দিহি করতে হবে। পাশপাশি রেলের নিয়মগুলো ভাঙা হলে যাত্রীদের জরিমানা দিতে হবে, নয়া বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
Comments are closed.