রবি-সোম নয় শুক্রেই শহরে বৃষ্টি! স্বস্তির খবর দিল হাওয়া অফিস 

বিরাট স্বস্তির খবর দিলে হাওয়া অফিস। আর কিচ্ছুক্ষণের অপেক্ষা। তারপরেই কলকাতায় বৃষ্টির সম্ভবনা। এমনটাই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা গিয়েছিল মেঘের আনাগোনা। এবার সেই মেঘ থেকেই বৃষ্টির সম্ভবনা বলে হাওয়া অফিস জানাচ্ছে। 

তীব্র দাবদহে পুড়ছে শহর। গরমে প্রাণ ওষ্ঠাগত শহরবাসীর। এই আবহে সকলের একটাই প্রশ্ন ছিল বৃষ্টি কবে হবে? আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতাবাসীকে বৃষ্টির জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। তবে পূর্বাভাসের আগেই শহরে বৃষ্টি আসার সম্ভবনা তৈরি হয়েছে। 

আরও কিছুটা স্বস্তি বাড়িয়ে আলিপুর আবহাওয়ায় দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ বাড়বে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। 

Comments are closed.