কয়েকদিন কার্যত দেখা নেই বৃষ্টির। যার জেরে তাপমাত্রাও বেড়েছে। সব মিলিয়ে চরমে অস্বস্তি। এই অবস্থায় খানিকটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, শুক্রবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের উপকূল সংলগ্ন জেলাগুলো শুক্রবার বৃষ্টিতে ভিজবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর ও পশ্চিম মেদনীপুর সহ বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতেও এদিন থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যার ফলে তাপমাত্রাও কিছুটা কমবে।
এদিকে উত্তরবঙ্গেও এদিন থেকে লাগাতার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পঙ সহ ওপরের দিকে জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এরকমই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
তবে বৃষ্টি কম হওয়ায় অনেকের আশঙ্কা এবারের পুজোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যার জেরে পুজোর আনন্দ কিছুটা ফিকে হওয়ার সম্ভাবনা থাকছে।
Comments are closed.