বৃহস্পতিবারই রাজ্য থেকে বর্ষার বিদায় নেওয়ার কথা। কিন্তু আন্দামান সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। যার ফলে, দূর্গাপুজোর মতো কালীপুজোতেও বৃষ্টির সম্ভবনা থাকছে। বৃহস্পতিবার এমনটাই জানাল আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। সোমবারের মধ্যে যা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে ধেয়ে আসবে। যা থেকে কালীপুজোয় বৃষ্টির সম্ভবনা দেখা দিয়েছে।
জানা গিয়েছে, শনিবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। তবে রবিবার থেকে উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হওয়া বইতে পারে সঙ্গে বৃষ্টি। চলবে আগামী সোম, মঙ্গলবার পর্যন্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। শনিবার রাতের মধ্যেই মৎসজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। রবিবার থেকে পরবর্তী নির্দেশ পর্যন্ত সমুদ্র যাওয়া নিষেধ।
Comments are closed.