দূর্গাপুজো মিটলেও বাংলায় এখনও উৎসবের আবহ। সামনেই লক্ষ্মী পুজো। ষষ্ঠী থেকে দশমী, উৎসবের দিনগুলো কার্যত বৃষ্টির মধ্যেই কেটেছে। লক্ষ্মী পুজোতেও বৃষ্টির সম্ভবনা থাকছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ অন্ধপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেখান থেকে একটি অক্ষরেখা উত্তর-পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত। যার ফলে রাজ্যে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে। ফলে বৃষ্টি এখনই বিদায় নিচ্ছে না। লক্ষ্মী পুজোর দিন দফায় দফায় উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। হওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সব জেলাতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে।
জানা গিয়েছে, চলতি সপ্তাহের ক’দিন বৃষ্টি বিদায়ের কোনও লক্ষণ নেই। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ প্রায় কমে যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উৎসবের মরশুমে বৃষ্টি হলেও তাতে উদযাপনে কোনও ব্যাঘাত ঘটেনি। বৃষ্টি মাথায় করেই মানুষ ঠাকুর দেখেছেন। একাদশীর দিনও শহরের কয়েকটা বড় প্যান্ডেলে ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে শনিবার রেড রোডে পুজো কার্নিভাল রয়েছে।
Comments are closed.