মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের। বুধবারও কলকাতার তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। জেলায় জেলায় তাপমাত্রার পারদ আরও চড়ছে। কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে। এই অবস্থায়, কিছুটা স্বস্তির খবর দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলা ভিজবে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও আশঙ্কার খবরও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
তবে বুধবার কলকাতার সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও বিকেলের পর থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। এবং পার্শ্ববর্তী জেলায় বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিলবে।
Comments are closed.