আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের শেষে প্রবল বর্ষণ শুরু হয়েছে রাজ্যজুড়ে। বৃষ্টির জল জমে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নিম্নচাপের জেরে এই বৃষ্টি বলে জানিয়েছেন হাওয়া অফিস।
বুধবার সারাদিন বৃষ্টির পর বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, এই সপ্তাহের শেষের দিকে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বাংলায়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দফায় দফায় বৃষ্টির ফলে ভোগান্তি হয়েছিল সাধারণ মানুষের। শনিবার ভোর থেকেই শুরু হয় বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় প্রবল বর্ষণ। আগামী মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানা যাচ্ছে।
বাংলার পাশাপাশি বৃষ্টিপাত শুরু হয়েছে রাজধানী দিল্লি, ওড়িশা, উত্তরপ্রদেশ, গুজরাতেও। উত্তরপ্রদেশ, গুজরাত, দিল্লি সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
Comments are closed.