গত দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাংশ। উত্তর-মধ্য এবং দক্ষিণ কলকাতার বেশিরভাগ রাস্তায় জল জমে রয়েছে। জমাজল দ্রুত নামাতে তৎপর কলকাতা পুরসভা। সকাল থেকেই নিকাশি বিভাগের কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর পুরসভা। চালানো হয়েছে পাম্প।
শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। শনিবার থেকে পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বিপর্যয় মোকাবিলার জন্য মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফরের কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন।
জলমগ্ন হয়ে রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ। ঠনঠনিয়া, মুক্তারাম বাবু স্ট্রিট, পাতিপুকুর, বিটি রোড গার্ডেনরিচের একাংশ। সোমবারও বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু কলকাতা নয়, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে। অতিভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
Comments are closed.