বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত।
ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা উপস্থিতির সঙ্গে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের জেরে গোটা রাজ্যেই বৃষ্টি বাড়বে বলে জানা গিয়েছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থান থেকে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। মৌসুমি অক্ষরেখাও দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে।
আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার কোনও কোনও অংশে। উত্তরবঙ্গে সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায়।
জুলাই মাসের শেষ থেকে দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ তৈরি হওয়ার প্রবণতা বেড়েছে। মৌসুমি অক্ষরেখার অবস্থানও বেশিরভাগ সময় দক্ষিণবঙ্গের উপর থাকছে। এর জেরে বৃষ্টির পরিমাণ বেড়েছে।
Comments are closed.