পুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে জোর কদমে। মহালয়ার পর থেকেই ঠাকুর দেখা শুরু গিয়েছে। দ্বিতীয়া, তৃতীয়াতে রেকর্ড ভিড় হয়েছে পুজো মণ্ডপগুলোতে। এই অবস্থায় ঠাকুর দেখতে যাওয়ার আগে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে খবর দিল হাওয়া দফতর।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল পুজোর কয়েক দিন রাজ্যবাসী নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারবে। নবমী, দশমী রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। এছাড়া বাকি দিনগুলো আকাশ পরিষ্কারই থাকবে। তবে চতুর্থীর দিন কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর।
বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলা ভিজতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও হাওয়া অফিসের খবর অনুযায়ী, বৃষ্টি হলেও তাতে করে পর্যটকেরা খুব একটা সমস্যায় পড়বেন না। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
Comments are closed.