রাজ্যসভার খালি দুটি আসনের জন্য উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এই দুই কেন্দ্রে উপনির্বাচন হবে ২৯ নভেম্বর। এই দুটির মধ্যে রাজ্যসভায় তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসন একটি। অপরটি কেরলে কংগ্রেস (এম)-এর জোস কে মানির ছেড়ে যাওয়া আসন।
উপনির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে ৯ নভেম্বর। এরপর মনোনয়ন পত্র জমা করার প্রক্রিয়া শুরু হবে। সেপ্টেম্বর মাসে সংসদে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর কাছে ইস্তফাপত্র পেশ করেন অর্পিতা ঘোষ। এরপর রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক পদে তাঁকে নিয়োগ করে তৃণমূল। চিঠি পাঠিয়ে তাঁকে দলের সংগঠনে নিয়ে আসার কথা জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
অন্যদিকে কেরলে রাজ্যসভার একটি আসন অবশ্য গত জানুয়ারি মাস থেকে শূন্য। কেরল কংগ্রেস (এম)-এর জোস কে মানি তখন রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন।কিন্তু কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে উপনির্বাচন হবে না বলে জানিয়েছিল কমিশন। এবার দিন ঘোষণা করল কমিশন।
Comments are closed.