রানাঘাট স্টেশনে যাত্রীদের রেল অবরোধ। ফলে এই স্টেশনে রানাঘাট-শিয়ালদহ লাইনের আপ-ডাউন সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
অবরোধকারীদের দাবি, সকাল ৮ টা ৩৫ মিনিটে ডাউন রানাঘাট- শিয়ালদহ লোকাল ট্রেনকে বেশিরভাগ দিন বাতিল করে দেওয়া হয়। এর বদলে লালগোলা থেকে আসা শিয়ালদহে আসা মেমু ট্রেনকে ডাউন রানাঘাট লোকাল করে দেওয়া হয়। মেমু ট্রেনের পরিবর্তে রানাঘাট-শিয়ালদা মেন লাইনে লোকাল ট্রেন দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। যাত্রীদের দাবি, লালগোলা থেকে যে ডাউন ট্রেনটি আসে তা খুব নোংরা। ফলে অপরিচ্ছন্ন মেমো ট্রেনে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন রানাঘাটের সাধারণ নিত্যযাত্রীরা। সেই ট্রেনের পরিবর্তে তাঁরা পরিচ্ছন্ন একটি লোকাল ট্রেনের দাবি জানান। বুধবার সকাল থেকে চলতে থাকা এই বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভের জেরে শিয়ালদা-রানাঘাট লাইনে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে।
Comments are closed.