নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলছে তীব্র আন্দোলন। সেই আন্দোলনে নেমে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে আটক হলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। সূত্রের খবর, এদিন বেঙ্গালুরুর টাউন হলের সামনে আন্দোলন করার সময় রামচন্দ্র গুহকে আটক করা হয়। সূত্রের খবর, ওই জায়গায় বুধবার রাত থেকেই ১৪৪ ধারা জারি করেছিল বেঙ্গালুরু পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটভিকে রামচন্দ্র গুহ জানিয়েছেন, গান্ধীজির পোস্টার হাতে নিয়ে সংবিধান রক্ষায় পথে নামার জন্যই তাঁকে আটক করল পুলিশ।
বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এ দেশে আশ্রয় নেওয়া অ-মুসলিম ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার নতুন আইন এনেছে কেন্দ্রীয় সরকার। ধর্মের ভিত্তিতে করা এই আইনকে ‘অসাংবিধানিক’ বলে প্রতিবাদ জানাচ্ছে বিরোধী রাজনৈতিক দল থেকে বহু বিশিষ্ট মানুষ। বৃহস্পতিবার দিল্লি, বেঙ্গালুরু সহ বেশ কয়েকটি শহরে ১৪৪ ধারা জারি করেছে সরকার। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার অভিযোগ, কংগ্রেসের মদতে রাজ্যজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। মুসলিমদের অধিকার রক্ষার নামে আন্দোলনকারীদের ভুল পথে চালিত করছেন কংগ্রেস নেতারা।
Comments are closed.