‘না জানিয়েই প্রার্থী হিসেবে নাম ঘোষণা বিজেপির’, অভিযোগ দক্ষিণ হাওড়া প্রার্থী রন্তিদেব
দুই দফায় মোট ৬৩ টি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে।
তৃতীয় ও চতুর্থ দফার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। দক্ষিণ হাওড়ার প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রন্তিদেব সেনগুপ্তের। কিন্তু একটি সাক্ষাৎকারের রন্তিদেব জানিয়েছেন, ‘টিভি দেখে জানতে পারলাম, আমি দক্ষিণ হাওড়া কেন্দ্রে প্রার্থী। দল আমাকে জিজ্ঞাসা করেনি। দলের কাছে আমিও প্রার্থী হওয়ার আবেদন জানাইনি। নির্বাচনে লড়ব না। শুধু দক্ষিণ হাওড়া নয়, কোনও কেন্দ্র থেকেই ভোটে লড়ব না। আমি শুধু প্রচারে সময় দিতে চাই। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্যে অন্য কোনও কারণ নেই। আশা করব দল দক্ষিণ হাওড়া কেন্দ্রের জন্য ভাল প্রার্থী বেছে নেবে।’
বিধানসভা নির্বাচনে তৃতীয় ও চতুর্থ দফায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হল আজ। দুই দফায় মোট ৬৩ টি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিজেপির প্রার্থী তালিকা বিশেষ চমক ছিল। এবার টালিগঞ্জ প্রার্থী আসলে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। চন্ডীতলার হয়ে লড়ছেন অভিনেতা যশ দাশগুপ্ত। শ্যামপুরে তনুশ্রী চক্রবর্তী, পূর্ব বেহালায় পায়েল সরকার।
Comments are closed.