শীতলকুচিতে রাজনৈতিক সৌজন্যের বিরল নজির, ১২৬ নম্বর বুথে ভোট মৃতদের পরিবারের
বুথের বাইরে অভিশপ্ত ঘটনার জায়গায় এক ফ্রেমে ধরা পড়লেন যুযুধান ৩ প্রার্থী
শীতলকুচিকাণ্ডের পর কেটে গেছে দু’সপ্তাহ। ক্ষতের দাগ এখনও স্পষ্ট। সেই দিনের স্মৃতি শীতলকুচির বাসিন্দাদের মনে এখনও তাজা। চতুর্থ দফায় অসম্পূর্ণ একটি বুথে ভোট হল অষ্টম দফায়। সেই ১২৬ নম্বর বুথে দেখা গেল বিরল রাজনৈতিক সৌজন্যের ছবি। বুথের বাইরে অভিশপ্ত ঘটনার জায়গায় এক ফ্রেমে ধরা পড়লেন যুযুধান ৩ প্রার্থী।
জোড় পাটকির ১২৬ নম্বর বুথে ভোট মিটল নির্বিঘ্নেই। এদিন উত্তেজনা ছাপিয়ে সামনে উঠে আসে রাজনৈতিক সৌজন্যের এক বিরল ছবি।
তৃণমূলের পার্থপ্রতিম রায়, বিজেপির বরেন বর্মন আর সিপিএমের সুধাংশু প্রামাণিক। ১২৬ নম্বর বুথের সামনে দাঁড়িয়ে ৩ জনকেই দেখা গিয়েছে হালকা সুরে গল্প করতে। কিছুক্ষণ পরই তাঁদের দেখা যায় পাশের একটি চায়ের আসরে গল্পে মশগুল।
এবারের নির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে জেলা সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে। অন্যদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন বরেণচন্দ্র বর্মন। সিপিএম প্রার্থী সুধাংশু প্রামাণিক।
সূত্রের খবর, সকাল সাড়ে ১০ টা নাগাদ একাধিক টোটোতে বুথে পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৪ তৃণমূল সমর্থকের পরিবার। ভোট দিয়ে বেরিয়ে তাঁরা জানিয়েছেন, ভোট দিয়েছেন অন্যায়ের প্রতিবাদে।
চতুর্থ দফায় ভোট হয় শীতলকুচিতে। ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের। ঘটনাটি ঘটেছিল শীতলকুচি কেন্দ্রে জোড় পাটকির ১২৬ নম্বর বুথে। এই ঘটনার পর সংশ্লিষ্ট বুথে বন্ধ হয়ে যায় ভোট। সেই থমকে থাকা ভোট আজ শেষ হল। সেই সঙ্গে ৩ প্রার্থী একসঙ্গে জানালেন শান্তির আহবান।
Comments are closed.