সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট থেকে বিরত থাকুন, অশান্তির ঘটনায় এখনও গ্রেফতার ২০০, জানালেন এডিজি আইনশৃঙ্খল জাভেদ শামিম

রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ২০০-র বেশি। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ধারায় মামলা রুজু করা হয়েছে। অশান্তি প্রবল এলাকায় চলছে টহলদারি। সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।

সোমবার সাংবাদিক সম্মেলন করে তিনি আরও জানিয়ে দেন, এখনও পর্যন্ত ৪২ টি মামলা রুজু হয়েছে। ছোট, বড় সব ধরণের ঘটনায় পদক্ষেপ নিচ্ছে পুলিশ। কড়া হাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট থেকে সাবধান থাকার কথাও বলেন জাভেদ শামিম। তিনি বলেন, অশান্তি হতে পারে এমন গুজব ছড়াবেন না। বিভ্রান্তিমূলক পোস্ট দেখলেই পুলিশকে খবর দেওয়ার নির্দেশ দেন তিনি। এদিন এডিজি আইনশৃঙ্খল স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর পুলিশ প্রশাসন।

অন্যদিকে অশান্তি ও প্ররোচনা রুখতে শহরবাসীর উদ্দেশ্যে সতর্কতামূলক একটি ফেসবুক পোস্ট করেছে কলকাতা পুলিশ। সেই পোস্টে অনেকেই কুরুচিকর মন্তব্য করেন। যা দেখে সেই পোস্টে কমেন্ট অপশন বন্ধ করে দেয় কলকাতা পুলিশ।

উল্লেখ্য, বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে গোটা দেশ ও রাজ্য জুড়ে অপ্রীতকর ঘটনা সামনে আসছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে তলব করা হয়েছে নূপুর শর্মাকে।

Comments are closed.