ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে CBI তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর

ভুয়ো আইএস দেবাঞ্জনকে নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। CBI তদন্তের আর্জি জানিয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

চিঠিতে নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছেন, দেবাঞ্জন দেব কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে একের এক ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করেছে। ভুয়ো ক্যাম্প থেকে করোনা ভ্যাকসিনের নামে কী দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা জরুরি। দেবাঞ্জনের সঙ্গে শাসক দলের নেতাদের ছবি দেখিয়ে শুভেন্দুর অভিযোগ, অভিযুক্তের সঙ্গে সরকারের উপর মহলে যোগাযোগ ছিল, তাই তদন্তভার রাজ্য সরকারের হাতে থাকলে তা প্রভাবিত হতে পারে।

সেই সঙ্গে শুভেন্দু চিঠিতে প্রশ্ন করেন, এত বড় একটা প্রতারণার ঘটনা কী করে সরকারের নজর এড়িয়ে গেল? পাশাপাশি দাবি করেন, ভুয়ো ভ্যাকসিন নিয়ে যদি কোনও নাগরিকের মৃত্যু ঘটে তাহলে তা মোদীজির ঐতিহাসিক গণটিকাকরণ কর্মকাণ্ডে খারাপ প্রভাব ফেলবে। এই কারণে বিরোধী দলনেতা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে সিবিআইকে দিয়ে তদন্তের আর্জি জানান।

উল্লেখ্য এর আগে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্য অধিকর্তার কাছেও ঘটনার লিখিত অভিযোগ জানিয়ে আসেন।

সব মিলিয়ে কসবা কাণ্ড নিয়ে যে ফের একবার রাজ্য রাজনীতিতে শাসক বিরোধী তরজা চরমে।

Comments are closed.