পুজোর ডিউটি করার সময় পুলিশ কর্মীদের মোবাইল ব্যবহারে রাশ টানতে চলছে লালবাজার। শুধু তাই নয়, ডিউটির সময় পুলিশ কর্মীরা নিজেস্ব ব্যাগও সঙ্গে রাখতে পারবেন না। সম্প্রতি এই সংক্রান্ত বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে।
গত বছরই পুজোর পর অক্টোবরে কর্তব্যরত অবস্থায় পুলিশের মোবাইল ব্যবহারে রাশ টানা নিয়ে নির্দেশ দিয়েছিলেন পুলিশ কমিশনার। এবার লালবাজারের তরফে বলা হয়েছে, পুজোর ডিউটি করার সময় গুরুত্বপূর্ণ কোনও দরকার ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবেন না পুলিশকর্মীরা। লালবাজার সূত্রে খবর, সোমবারই এ নিয়ে প্রত্যেক থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের নিয়ে বৈঠকে বসতে পারেন পুলিশ কমিশনার। সেখানেই এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দেবেন লালবাজারের উচ্চপদস্থ পুলিশ কর্তারা।
লালবাজার সূত্রে খবর, এবারে পুজোর সময় অন্তত দশ হাজার পুলিশকর্মী কলকাতায় মোতায়েন থাকবে। এছাড়াও সিভিক ভলান্টিয়ার এবং প্রায় দশ হাজার মতো পুজো ভলান্টিয়ার মোতায়েন করা থাকবে নিরাপত্তায়।
Comments are closed.