ইউক্রেন ফেরত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা বাংলাতেই পড়তে পারবেন। নেতাজী ইনডোর স্টেডিয়াম থেকে জানালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় বসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা এই রাজ্যেই পড়তে পারবেন।
তিনি আরও বলেন, কম খরচে পড়ার ব্যবস্থা করে দেওয়া হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়তে পারবেন পড়ুয়ারা বলে জানান মমতা ব্যানার্জি। এদিন মুখ্যমন্ত্রী জানান, ইউক্রেনে পাঠরত মেডিক্যাল পড়ুয়ারাও এখানকার মেডিক্যাল কলেজগুলিতেই পড়াশোনার সুযোগ পাবেন। এছাড়া আরও অন্যান্য সুযোগসুবিধা পাবেন তাঁরা। তাঁর এই ঘোষণায় উচ্ছ্বসিত সেখানকার পড়ুয়ারা। ইউক্রেন থেকে বাংলায় ফিরেছেন ৩৯১ জন পড়ুয়া। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং-সহ নানা ক্ষেত্রে সেখানে পড়াশোনা করছিলেন তাঁরা।
Comments are closed.