বন্ধুরা অনেকে তৃণমূলে গেছেন, আমাকেও ভাবতে হবে, বেসুরো বিজেপির রিমঝিম

মদন মিত্রের সঙ্গে একইসঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সেই নিয়ে রাজনৈতিক মহলে অনেক বিতর্কই হয়েছিল। এবার সরাসরি বেসুরো হলেন বিজেপির তারকা নেত্রী রিমঝিম মিত্র।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যেখানে যোগ্য সম্মান, সেখানে রাজনীতি করতে চাই। তাঁর অভিযোগ, দলের বিভিন্ন বিক্ষোভ, মিছিল কর্মসূচি সম্পর্কে কখনও-কখনও তথ্য পেলেও দলের গুরুত্বপূর্ণ মিটিং নিয়ে কোনও খবর তাঁকে দেওয়া হয়নি।

এরপরেই তিনি সংযোজন করেন, বন্ধুরা অনেকে তৃণমূলে গেছেন, আমাকেও ভাবতে হবে। সম্মান না পাওয়ায় অনেকে বিজেপি ছেড়ে যাচ্ছেন, টেকেন ফর গ্র্যান্টেড করার ফল কী আমরা দেখেছি। রিমঝিম মিত্রের এই মন্তব্যের পরেই তাঁর তৃণমূলে যাওয়ার জল্পনা আরও বেড়ে গেল।

এরআগে দল ছেড়েছেন বিজেপির প্রাক্তন তারকা নেত্রী রূপা ভট্টাচার্য। সম্প্রতি, বেহালা পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জিকে তাঁর জন্মদিনে মমতা ব্যানার্জি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন।

অভিনেতা ভিভান ঘোষ এবং পৃথা মুখার্জির বিবাহবার্ষিকীতে উপস্থিত ছিলেন মদন মিত্র। সেখানে ছিলেন টলিউডের টেলি অভিনেতারা। অনুষ্ঠানে গিয়ে লাইভ করেন মদন মিত্র। আর তাঁর পাশেই ছিলেন বিজেপির রিমঝিম মিত্র।

লাইভের শুরুতেই বিখ্যাত লাইন ‘ওহ্ লাভলি’ বলে ওঠেন মদন মিত্র। তাঁর কথায় হেসে ওঠেন রিমঝিম মিত্র। এই ঘটনার পরেই রিমঝিমের মুখে দোলবদলের সুর।

Comments are closed.