উত্তরবঙ্গ বঞ্চিত, কার্যত বার্লার সুরেই পৃথক রাজ্য নিয়ে মন্তব্য নিশীথের

উন্নয়নের নিরিখে উত্তরবঙ্গ বঞ্চিত, সাংসদ জন বার্লার সুরেই কার্যত পৃথক উত্তরবঙ্গে দাবিকে সমর্থন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

বিজেপির শহীদ সম্মান যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে মঙ্গলবার মালদহ যান কোচবিহারের বিজেপি সাংসদ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পৃথক উত্তরবঙ্গের দাবি বৈধ কিনা তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বৈধ অবৈধ বলে কোনও কথা নেই। তাঁর সাফ কথা, জনগণ যা চাইবে তাই হবে। জন প্রতিনিধি হিসেবে আমি মানুষের আবেগের সঙ্গে রয়েছে।

উল্লেখ্য সম্প্রতি শিলিগুড়ি সফরে গিয়ে জন বার্লার পাশে বসে দিলীপ ঘোষ বলেছিলেন, পৃথক উত্তরবঙ্গের দাবি অন্যায্য নয়। বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। যদিও পরে তিনি সুর বদল করেন।

নিশীথের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অমিত শাহের ডেপুটিকে তাঁর কটাক্ষ, নিশীথ তাল জ্ঞানহীন কথা বলছেন। ওনার এতদিন পর কেন মনে হল উত্তরবঙ্গ বঞ্চিত। উনিও তো তৃণমূলে ছিলেন এতদিন। তখন কিছু মনে হয়নি?

Comments are closed.