টলিউড ডিভা ঋতুপর্ণা কে চেনেন না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। এভারগ্রীন নায়িকা তিনি। প্রায় ১৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। প্রায় ছবিগুলোয় হিট এর ঝুলিতে। এখন নিয়মিত বড় পর্দায় কাজ না করলেও যে কাজেই হাত দেন তাতেই সোনা ফলে। বাংলার পাশাপাশি হিন্দি আর তেলেগু ছবিতেও সাবলীল অভিনয় করেছেন।
View this post on Instagram
সদ্য ৪৯ এ পা দিয়েছেন তিনি । এখন আছেন সিঙ্গাপুরে। লকডাউনের আগে থেকে তিনি সেখানে আছেন। তারপর আর আসতে পারেননি। এবারে দুর্গাপূজা ও কাটিয়েছেন সেখানেই। নিজের জন্মদিন ও সিঙ্গাপুরেই পালন করেন।
কিছুদিন আগেই অভিনেত্রী বিকিনি পরে একটি বোল্ড হট ফটো দেন। সেই ছবি রীতিমত ভাইরাল সোশাল মিডিয়া তে। সেক্সি ফিগার থেকে ঝরে পড়ছে উষ্ণতা। ভক্তরা প্রায় কুপোকাত সেই ফটো দেখে। সবাই কমেন্ট এ বলছেন কে বলবে অভিনেত্রী এই ৪৯ এ পা দিলেন? যেন মনে হচ্ছে সদ্য যৌবনে প্রবেশ করেছেন।
ছেলে মেয়ের সাথেও ফটো দেন তিনি। কিছু দিন আগেই শীতকে আমন্ত্রণ জানাতে মেয়ে ঋষণা এর সাথে ফটো দিয়েছেন । দুজনেই নিজেদের সাজিয়ে তুলেছেন নীলে। ক্যাপসেনে আমন্ত্রণ জানিয়েছেন শীতকে। মুহূর্তের মধ্যে প্রচুর লাইক এসেছে ছবিটিতে। ভাইরাল এখন এই ছবি।