রোজভ্যালি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডাকল ইডি, কেন গৌতম কুণ্ডু সংস্থার টাকার বিদেশ ভ্রমণ, প্রশ্ন

রোজভ্যালি কাণ্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহেই ঋতুপর্ণাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে ডেকে পাঠানো হল।
এর আগে একাধিকবার রোজভ্যালি চিট ফান্ড মামলায় নাম উঠেছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। ইডি সূত্রে খবর, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর কাছে থেকে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী আর্থিক সুবিধা নিয়েছেন। এমনকী বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী রোজভ্যালির টাকায় বিদেশ ভ্রমণ করেন, তাঁদের মধ্যে ঋতুপর্ণাও আছেন বলে অভিযোগ। এছাড়া, রোজভ্যালির টাকা বিদেশে পাচারের যে অভিযোগ উঠেছে, তা নিয়েও ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। গৌতম কুণ্ডুর সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের ব্যাপারেও তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি অফিসাররা।
রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য মঙ্গলবারই অভিনেতা প্রসেনজিৎকে সমন পাঠিয়েছে ইডি। রোজভ্যালি সংস্থা বা গৌতম কুণ্ডুর সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন ছিল কিনা, কেনই বা তিনি রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ নিয়ে প্রসেনজিৎকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। আগামী ১৯ শে জুলাই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রসেনজিৎকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সেই সঙ্গে বুধবার অভিনেত্রী ঋতুপর্ণাকেও আগামী সপ্তাহে ইডি দফতরে উপস্থিত হওয়ার নির্দেশ পাঠানো হল।
লোকসভা ভোটের পর সারদা ও রোজভ্যালি কাণ্ডে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিট ফান্ড মামলার তথ্য জানতে প্রায় প্রত্যেক সপ্তাহে রাজ্যের একাধিক প্রভাবশালী ও বিখ্যাত ব্যক্তিকে ডেকে পাঠাচ্ছে সিবিআই ও ইডি। গত এক সপ্তাহে শিল্পী শুভাপ্রসন্ন ও প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, ব্যবসায়ী শিবাজী পাঁজাকে দফায় দফায় জেরা করেছে সিবিআই ও ইডি। সারদা চিট ফান্ড মামলায় ‘নতুন’ তথ্য পাওয়ার ভিত্তিতে মঙ্গলবার দীর্ঘ সময় ধরে ধৃত দেবযানী মুখোপাধ্যায়কে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। এছাড়া সারদা ও রোজভ্যালি কাণ্ডে এবার তৃণমূল সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়, প্রসেনজিৎ, ঋতুপর্ণার মতো টলিউডের প্রথম সারির অভিনেতাদের জেরা করবে ইডি ও সিবিআই।

Comments are closed.