ছিল জুলিয়ান আসাঞ্জের মুক্তির দাবিতে সভা। আচমকাই তারকা গিটারিস্টের হাত ধরে তা হয়ে উঠল সিএএ বিরোধী বিক্ষোভ। লন্ডনের সেই সভার কথাই এখন লোকের মুখে মুখে ফিরছে।
শনিবার লন্ডনে জুলিয়ান আসাঞ্জের মুক্তির দাবিতে জমায়েত করেছিলেন বহু মানুষ। তাতে অংশ নেওয়ার কথা ছিল বিশ্ব বিখ্যাত ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের সহ প্রতিষ্ঠাতা তথা বিখ্যাত গিটারিস্ট রজার ওয়াটার্সের। মঞ্চে উঠেই কিংবদন্তি গিটারিস্ট ভারতে চলা সিএএ বিরোধী বিক্ষোভের কথা তোলেন। তারপর সবাইকে অবাক করে দিয়ে মঞ্চে ডেকে নেন আমির আজিজকে। কে আমির আজিজ? জানা গিয়েছে, জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রাক্তনী আমির ভালোবেসে কবিতা লেখেন। সেই কবিতায় উঠে আসে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিবরণ।
তারপর রজার ওয়াটার্স সকলকে অবাক করে দিয়ে আবৃত্তি করতে শুরু করেন আমিরের লেখা একটি কবিতা। দিল্লি সহ দেশজুড়ে চলা সিএএ বিরোধী বিক্ষোভের প্রেক্ষিতে সেই কবিতাটি লিখেছিলেন আমির আজিজ। কবিতা পড়ার আগেই অবশ্য রজার ওয়াটার্স পরিচয় করিয়ে দেন আমিরের। বলেন, ভারতে ফ্যাসিবাদী আইনের বিরুদ্ধে লড়াই করছেন তরুণ কবি আমির আজিজ।
দেখুন, জামিয়া মিলিয়ার প্রাক্তনীর কবিতা আবৃত্তি করলেন রজার ওয়াটার্স
ভিডিও ঋণ- ইউটিউব
Comments are closed.