কলকাতার কাছে রোপওয়ে! রাজ্য পর্যটনের নতুন মাত্রা দক্ষিণ ২৪ পরগনার রোপওয়ে

রাজ্যের পর্যটনের নতুন মাত্রা নিয়ে আসছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রোপওয়ে। স্বামীনারায়ণ মন্দির থেকে ভাসা পর্যন্ত ১.৫ কিমি রোপওয়ে চালু করার ভাবনা পশ্চিমবঙ্গের পরিবহন দফতরের। ভবিষ্যতে আমতলা-বাকরাহাট, জোকা-শিরাকল রুটেও রোপওয়ে চালু করা হবে। আমতলা-বাকরাহাট রুটে প্রাথমিকভাবে সাতটি স্টেশন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর কলকাতায় খুব শীঘ্র চালু হবে রোপওয়ে। আপাতত ট্রাম লাইন ধরে রোপওয়ে চালানোর ভাবনা থাকলেও পরে গঙ্গা পারাপারের জন্য রোপওয়ে চালানোর ভাবনা রয়েছে।

আপাতত জয় রাইড হিসেবে এই রোপওয়ে ব্যবস্থা চালু হলেও পরবর্তী কালে গণপরিবহনের অঙ্গ হিসেবে ব্যবহার করা হবে রোপওয়েকে। এই বিষয়ে ইতিমধ্যেই পরিবহণ দফতরের আধিকারিকরা একটি বৈঠক করেছেন। বৈঠকে ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। যে সংস্থা রোপওয়ে তৈরি করবে, সেই সংস্থার আধিকারিকরা ছিলেন।

পরিবহণ সূত্রের খবর, যে এলাকার ওপর দিয়ে রোপওয়ে তৈরি হবে, সেখানকার জমি মালিকদের কাছে কিনবে ওই রোপওয়ে সংস্থা নাকি সরকার, সেই বিষয়ে কিছু ঠিক হয়নি। প্রতিটি কেবল করে ৯ থেকে ১০ জন যাত্রী বসতে পারবেন। রোপওয়ে স্টেশনে পৌঁছাতে লিফটের ব্যবস্থা থাকবে। উল্লেখ্য, দার্জিলিংয়ে রোপওয়ে রয়েছে। কিন্তু কলকাতার কাছে কোথাও সেইভাবে চলে না রোপওয়ে। কোনও কোনও পার্কে জয় রাইড হিসেব চলে। কলকাতায় রোপওয়ে চালু হলে দূষণ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Comments are closed.