সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বঙ্গতনয়ার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। কয়েকদিন আগে মহিলা ভারত ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মিতালি রাজ। এবার ইন্সটাগ্রামে ক্রিকেট থেকে বিদায়ের কথা জানালেন বাংলার শ্যামনগরের বাসিন্দা রুমেলি ধর।

ইন্সটাগ্রামে রুমেলি লেখেন, ২৩ বছরের ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল বাংলার শ্যামনগর থেকে। সেই যাত্রা শেষ হল। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই যাত্রাপথ চড়াই উতরাই ছিল। ২০০৫ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছি। কেরিয়ারে অনেকবার আঘাত এসেছে। তবে সেই ধাক্কা কাটিয়ে বারবার ফিরে এসেছি। আমার পরিবার, বন্ধু, বিসিসিআই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ক্রিকেট থেকে বিদায় নিলেও এই খেলার সঙ্গে সম্পর্ক থাকবে। দেশের তরুণ ক্রিকেটার তুলে আনতে চাই।

 

View this post on Instagram

 

A post shared by Rumeli Dhar (@rumelidhar54)

ক্রিকেট জীবনে নানান উত্থান-পতনের মধ্যেও যাঁরা তাঁর পাশে থেকেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন রুমেলি। যাঁরা তাঁর খেলাকে ভালোবাসে, তাঁদের এবং যাঁরা খারাপ সময়ে তাঁকে উত্সাহিত করেছে, তাঁদের কাছে ঋণ প্রকাশ করেছেন রুমেলি।

২০০৩ সালে দেশের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলতে নামেন এই বঙ্গতনয়া। ২০০৫ সালে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনে তাঁর অবদান ছিল অনেক। ভারতের সিম বোলিং অলরাউন্ডার রুমেলি ধর ২০১৮ সালে শেষবার জাতীয় দলে কামব্যাক করেছিলেন।

Comments are closed.