পুরনির্বাচনের আগে রণকৌশল ঠিক করতে রাজ্য বিজেপি একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু এই বৈঠকে উপস্থিত থেকেও পরে রেগে বেরিয়ে গেলেন রূপা গাঙ্গুলী।
শুধু তাই নয় তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ধরণের বৈঠকে তাঁকে যেন আর না ডাকা হয়। এই বিষয়ে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, তাঁকে যাঁরা আমন্ত্রণ করেছিলেন তাঁরাই বলতে পারবেন তাঁর রাগের কারণ কী।
বিধানসভা ভোটের আগে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা গিয়েছিল, দলের অন্দরে ক্ষোভ তৈরী হয়েছে। নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল কর্মীদের সঙ্গে প্রার্থীদের। এবার পুরভোটে প্রার্থী তালিকা ঘোষণার পর সেই রকম কিছু দেখা যায়নি।
উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখার্জির মৃত্যুর পর তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রূপা গাঙ্গুলী। তিনি বলেছিলেন, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু, চুক্তি পছন্দ হয়নি তাঁর। যা নিয়ে বিতর্ক তৈরী হয়েছিল।
Comments are closed.