সর্বভারতীয় পরীক্ষায় ফের চোখ ধাঁধানো সাফল্য বাংলার পড়ুয়ারা। আইআইএটি জ্যামে দেশের মধ্যে প্রথম হলেন নৈহাটির ছেলে রূপাঞ্জন মুখার্জি। আইআইটি গুয়াহাটির জয়েন্ট এডমিশন টেস্ট অফ মাস্টার্স ডিগ্রি ২০২৩ পরীক্ষায় ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিকসের পরীক্ষায় ভারতের মধ্যে প্রথম হয়েছেন রূপাঞ্জন।
সারা দেশ থেকে মোট ২৯১২ জন পড়ুয়া অংশগ্রহন করেছিলেন, যার মধ্যে ৫৯ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রূপাঞ্জন। বাবা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় পেশায় একজন গৃহশিক্ষক। ছেলের সাফল্যে খুশি বাবা বলছেন, রূপাঞ্জন বরাবরই পড়াশোনায় ভালো। ২০২০ সালে পশ্চিমবঙ্গে ও প্রথম হয়েছিল। একজন বাবা এবং রূপাঞ্জনের শিক্ষক হিসেবে আজ আমার গর্বের দিন। ছেলের সাফল্যে গর্বিত মা রূপালী মুখার্জি।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছেন রূপাঞ্জন। নিজের সাফল্য নিয়ে বললেন, এক থেকে দশের মধ্যে থাকব আশা করেছিলাম। তবে একেবারে প্রথম হব এটা ভাবিনি। নিজের সাফল্যের সমস্ত কৃতিত্বই মা বাবা এবং শিক্ষকদের দিয়েছেন। সেই সঙ্গে জানান, পরীক্ষায় বসার আগে স্যোসাল মিডিয়া থেকেও নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছিলেন রূপাঞ্জন। আগামী দিনে ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তাঁর।
Comments are closed.