ঘুরিয়ে তেলেঙ্গানা-এনকাউন্টারের নিন্দায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বোবদে

বিচার প্রক্রিয়া কখনও এক লহমায় সম্পন্ন হয় না বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। নাম না করে তেলেঙ্গানা ধর্ষণ-কাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টার প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, প্রতিশোধ নেওয়ার ছলে এই ধরনের হত্যাকাণ্ড বিচার-প্রক্রিয়ার চরিত্রকেই ব্যাহত করে।
যোধপুরে রাজস্থান হাইকোর্টের নতুন বাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধান বিচারপতি। ওই অনুষ্ঠানে তিনি এও মেনে নেন, ভারতের বিচার ব্যবস্থায় এখনও কিছু খামতি থেকে গিয়েছে যেগুলির সংশোধন খুব জরুরি। পাশাপাশি তিনি বলেন, এখন প্রযুক্তির সাহায্যে বিচার প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত শেষ করার সুবিধা রয়েছে।
তেলেঙ্গানা ধর্ষণ-কাণ্ডে চার অভিযুক্তকে পুলিশি এনকাউন্টারে মারার ঘটনায় দ্বিধাবিভক্ত নাগরিক সমাজ। কারও মতে, দ্রুত যোগ্য শাস্তি পেয়েছে অপরাধীরা। কেউ কেউ মনে করছে্‌ বিচার প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্তদের শাস্তি বিধানই ছিল কাম্য। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের মন্তব্য তাৎপর্যপূর্ণ।

 

Comments are closed.