করোনা অতিমারির বছরেও দিওয়ালির আগে ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর দিল ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ও আইবিএ ইউনিয়ন। ১৫ শতাংশ বেতন বাড়তে চলেছে ব্যাঙ্ক কর্মীদের। IBA একাদশ দ্বিপক্ষীয় আলোচনার চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সাড়ে ৮ লাখ ব্যাঙ্ক কর্মীর বেতন বৃদ্ধি পেতে চলেছে ।
IBA-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল মেহতা, ব্যাঙ্ক কর্মীদের বেতনের সঙ্গে সম্পর্কিত চুক্তি ঘোষণার সময় বলেছিলেন, এই বৃদ্ধিটি ১ নভেম্বর, ২০১৭ সাল থেকে লাগু হবে বলে বিবেচিত হয়েছিল। চুক্তির আওতায় বেতনের ১৫ শতাংশ বৃদ্ধির করা হচ্ছে।
তিন বছর ধরে চলা ব্যাঙ্কের কর্মীদের বেতন বৃদ্ধির বিতর্কিত সমস্যার নিষ্পত্তি করতে ভারতের ব্যাঙ্কগুলির শীর্ষ সংস্থা ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউবিএফইউ)-এর মধ্যে একটি মৌ-চুক্তি স্বাক্ষরিত হয়।
সেই চুক্তি অনুযায়ী চলতি বছরেই প্রায় ৮ লক্ষ ৫০ হাজার মানুষের বেতন ১৫ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। আবার এই দিকে নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণও বৃদ্ধি করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাব পড়তে চলেছে সরাসরি মজুরি বৃদ্ধিতে।