দীর্ঘ দু’দশকের রাজনৈতিক জীবন। তার মধ্যে ২০১২ সাল থেকে ২০১৭ পর্যন্ত দেশের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী হিসেবে উত্তরপ্রদেশের দায়িত্ব সামলেছেন। তবে বিধানসভা ভোটে এই প্রথম প্রার্থী হচ্ছেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টি সূত্রে এমনটাই খবর। অখিলেশের প্রার্থী হওয়ার কথা প্রকাশ্যে আসতেই, এবারের বিধানসভা ভোট নিয়ে বাড়তি আলোচনা শুরু হয়েছে।
সংগঠন এবং প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেও তাঁর প্রার্থী হওয়ার ইচ্ছে ছিল না বলে জানিয়ে ছিলেন। যদিও বর্তমানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের রাজনীতিতে যাদব-গড় বলে পরিচিত করহল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অখিলেশ।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ভাইয়ের স্ত্রী অপর্ণা যাদব বিজেপিতে যোগ দেওয়ার পার্টির কর্মীদের মনে নেতিবাচক প্রভাব পড়েছে। নেতা-কর্মীদের মনবল চাঙ্গা করতেই অখিলেশ নিজের মত পাল্টে ভোটে লড়ার সিদ্ধান্ত জানান।
প্রসঙ্গত, মাঝে ২০০২ সাল বাদ দিলে সেই ১৯৯৩ সাল থেকে মইনপুরীর করহল কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছে সমাজবাদী পার্টি। দলের নেতা কর্মীদের দাবি, অখিলেশ নিজে প্রার্থী হওয়ায় দলের জয়ের ব্যবধান আরও বাড়বে। উল্লেখ্য, দীর্ঘ দিন সাংসদ থাকলেও এই প্রথম বিধানসভা ভোটে লড়ছেন বিজেপির মুখ্যমন্ত্রী-মুখ যোগী আদিত্যনাথ।
Comments are closed.