কোভিড আক্রান্ত সন্ধ্যা মুখার্জি, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে গীতশ্রীকে; জানালেন মুখ্যমন্ত্রী
করোনা আক্রান্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখার্জি। তাঁর হার্টের সমস্যাও রয়েছে। এসএসকেএম থেকে সরিয়ে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার অসুস্থ শিল্পী এসএসকেএম দেখতে এসে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি বলেন, এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডেই ওনার চিকিৎসা করা যেত, কিন্তু কোভিড ধরা পড়ায় বেসরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে। ওনার হার্টের অবস্থাও বিশেষ ভালো নয়। তাই আর ঝুঁকি না নিয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে এসএসকেএম-এ ভর্তি করা হয়। তাঁকে উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবেনি রাখা হয়েছিল। চিকিৎসার জন্য সাত সদস্যের একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছিল। আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি।
শিল্পীর বাড়ির লোক জানান, বুধবার রাত থেকেই তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন চিকিৎসকরা জানান, ওনার হার্টের সমস্যা রয়েছে সেই সঙ্গে রক্তাল্পতারও সমস্যা রয়েছে।
এদিন সন্ধ্যা মুখার্জিকে দেখে এসে মুখ্যমন্ত্রী আরও বলেন, বহু গান তিনি আমাদের উপহার দিয়েছেন। উনি দ্রুত সেরে উঠুন এই প্রার্থনা করছি।
Comments are closed.