গীতশ্রী সন্ধ্যা মুখার্জির শারীরিক অবস্থা উদ্বেগজনক। মঙ্গলবার হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে। চিকিৎসকরা কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করেছেন।
বর্ষীয়ান শিল্পীর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এদিন জানায়িয়েছে, মঙ্গলবার সকালেই তাঁর শরীরের রক্তচাপ অত্যন্ত কমে যায়। সেই সঙ্গে পেট ব্যথারও সমস্যা রয়েছে। এছাড়াও বয়সজনিত নানারকম জটিলতা রয়েছে তাঁর শরীরে। ফলত তাঁর শারীরিক অবস্থা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন চিকিৎসকমহল।
বয়সের কারণে নানান রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন গীতশ্রী। কিন্তু গত ২৭ জানুয়ারি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তত্বাবধানে তাঁকে প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু করোনা পজেটিভ হওয়ায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই এখনও চিকিৎসা চলছে।
উল্লেখ, গত ১১ ফেব্রুয়ারি মেডিকেল বোর্ড জানিয়েছিল সন্ধ্যা মুখার্জির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর শরীরে অস্ত্রোপচারও সফল হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। কিন্তু কয়েকদিনের মধ্যেই ফের পরিস্থিতির অবনতি ঘটল।
Comments are closed.