শাড়িতেই নারী চ্যালেঞ্জ, নতুন ট্রেন্ডের ছনে ভাসলো সোশ্যাল মিডিয়া! কিভাবে শুরু?
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবথেকে টেন্ডিং শাড়ি। ভাবছেন শাড়ি কি করে ট্রেন্ড হতে পারে? না শাড়ি ট্রেন্ড নয়। #শাড়িতেই_নারী_challenge এখন ট্রেন্ডিং। বলা চলে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই এরকম নাম না জানা অদ্ভুত চ্যালেঞ্জ আসে। এবার সেই সব চ্যালেঞ্জকে পিছনে ফেলে হিটলিস্টে এলো শাড়িতেই নারী।
বলতে গেলে ফেসবুক খুললেই এখন শুধু শাড়ি পড়া ছবি সবার নজরে আসে। লাল, নীল, হলুদ, সবুজের ভিড় ক্রমশই নজর কাড়ছে বহু তরুণের হৃদয়। নতুন থেকে পুরনো সব ছবিই যেন আপলোড করে সবাই সোশ্যাল মিডিয়া ভাসাচ্ছে। জানা গিয়েছে এই চ্যালেঞ্জের আগমন ঘটেছে অসম থেকে। কিন্তু অসমের এই ট্রেন্ড যে এভাবে বাংলা মাতাবে তা কেউই ভাবেনি।
শাড়ি তো এম্নিতেই প্রত্যেক ভারতীয়র দুর্বলতা। বিয়ে থেকে জন্মদিন, কাজ থেকে বাড়ি এমন কোন জায়গা নেই যেখানে শাড়ির সমাদর নেই। এমনকি বহু বিদেশিও আছেন যারা কিনা শাড়ি পড়তে ভালোবাসেন। নিজেদের কালচার ছেড়ে বহু অনুষ্ঠানে তারা শাড়ি পড়ে দুনিয়া মাত করেন। বলা যায় এই দেশি লুক মন ভোলায় সবার। আর এখন তো তরুণী থেকে বয়স্কা প্রত্যেকেই এই ট্রেন্ড ফলো করছেন। অ্যাঁর বাকি ইতিহাস জানে আপনার ফেসবুক ফিড।
Comments are closed.