মহাত্মা গান্ধীর বদলে ভারতীয় মুদ্রায় এবার থেকে বীর দামোদর সাভারকারের ছবি চালু করার দাবি তুলল অখিল ভারত হিন্দু মহাসভা। মুদ্রায় সাভারকারের ছবির পাশাপাশি কেন্দ্রের কাছে বীর সাভারকারকে ভারতরত্নে ভূষিত করার জন্যও দাবি করা হয়েছে বলে হিন্দু মহাসভার প্রধান স্বামী চক্রপানী জানান। স্বাধীনতা সংগ্রামে সাভারকারের বীরত্বপূর্ণ সংগ্রামের জন্য স্বাধীন ভারতের মুদ্রায় তাঁর জায়গা পাওয়া উচিত বলে হিন্দু মহাসভার পক্ষ থেকে জানানো হয়েছে।