স্ক্রিনিং টেস্ট করেই প্রবেশ করতে হবে রাজ্যগুলিতে, নয়া নির্দেশিকা কেন্দ্রের, ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ
নতুন আতঙ্কের নাম মাঙ্কিপক্স। ইতিমধ্যে দেশে প্রবেশ করেছে মাঙ্কিপক্স। মাঙ্কিপক্স নিয়ে কেন্দ্র সরকার নয়া নির্দেশিকা জারি করেছে। রাজ্যগুলিকে মাঙ্কিপক্সের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্র ও রাজ্যের এক বৈঠক হয়। বৈঠকে রাজ্যগুলিকে মাঙ্কিপক্সের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, সমস্ত রাজ্যের প্রবেশদ্বারে এবার থেকে সন্দেহভাজন ব্যক্তিদের স্ক্রিনিং টেস্ট করতে হবে।
উল্লেখ্য, কেরলে মাঙ্কিপক্স আক্রান্ত হয়েছেন একজন। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে ফেরা বছর পয়ত্রিশের ওই ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের লক্ষণ দেখা গিয়েছে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুণের ন্যাশনাল ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। সাম্প্রতিক অতীতে ওই ব্যক্তির কার কার সংস্পর্শে এসেছেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বের ৫৭টি দেশে এখনও পর্যন্ত সাড়ে ৮ হাজার মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। যদিও এতদিন ধরে ভারতে কেউ মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হননি। কিন্তু এবার আক্রান্তের খোঁজ পাওয়া গেল কেরল। করোনার প্রথম হদিশ পাওয়া গিয়েছিল কেরলেই।
Comments are closed.