প্রবল বৃষ্টিপাতের জেরে সেবক-সিকিম রেল টানেলে ধস। মৃত্যু হল ২ শ্রমিকের, আহত আরও ৫ জন। জানা গেছে, দার্জিলিংয়ের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। এর জেরে ১০ নম্বর রেল টানেলে ঘটে যায় দুর্ঘটনা। মাটি চাপা পড়ে মৃত্যু হয় ২ শ্রমিকের। আহত বেশ কয়েকজন। আহতদের ভর্তি করা হয়েছে কালিম্পং জেলা হাসপাতালে। সেখানে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয়েছে, শিলিগুড়ি প্যারামাউন্ট হাসপাতালে।
নিহত দুই শ্রমিকের নাম সালকু মুর্মু এবং নরেশ সোরেন। আহত শ্রমিকরা হলেন, সুফল হেমব্রম, সকেশ্বর সিংহ, ঠাকুর দাস, অশোক সিংহ এবং কুন্দন সিংহ। এর মধ্যে কুন্দন বিহারের এবং বাকিরা ঝাড়খণ্ডের বাসিন্দা। দুর্ঘটনার জেরে টানেলের কাজ বন্ধ রয়েছে।
কালিম্পংয়ের জেলাশাসক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কালিম্পংয়ের ভালুখোলা এলাকায় রেল টানেলে কাজ করছিলেন ৭ শ্রমিক। ভারী বৃষ্টিপাতের জেরে ধস নামায় তাঁরা সেখানেই আটকা পড়ে যান। উদ্ধারকারী দল গিয়ে ২ শ্রমিককে মৃত অবস্থায় এবং বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
Comments are closed.