কালীপুজোর আগেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ জানিয়ে দিল পর্ষদ। রাজ্যে ৭ মার্চ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারে একাদশ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একসঙ্গে হবে বলে জানা গিয়েছে।
পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলি জানান, ৭ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ৭ মার্চ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ৮ মার্চ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ৯ মার্চ ভূগোল, ১১ মার্চ ইতিহাস, ১২ মার্চ জীবন বিজ্ঞান, ১৪ মার্চ অঙ্ক, ১৫ মার্চ ভৌত বিজ্ঞান, এবং ১৬ মার্চ অতিরিক্ত বিষয়ের পরীক্ষা। পরীক্ষার সময় সকাল ১১ টা থেকে দুপুর ৩টে।
এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সূচি জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি আরও জানান, উচ্চ মাধ্যমিকের সঙ্গেই একাদশ শ্রেণীর পরীক্ষা হবে। পরীক্ষা শুরু ২ এপ্রিল থেকে এবং শেষ ২০ এপ্রিল। সকাল ১০.১৫ থেকে শুরু হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। এবং দুপুর ২ টো থেকে একাদশ শ্রেণীর পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকেই পরীক্ষা দেবেন।
Comments are closed.