রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর তিনি ভার্চুয়ালি রাজ্যে কৃতীদের সম্বর্ধনা দেবেন।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতীদের ছাড়াও সম্বর্ধনা দেওয়া হবে অন্য বোর্ডের কৃতী ছাত্রছাত্রীদেরও। সূত্রের খবর জয়েন্টের যাঁরা ভালো ফল করেছে তাঁদেরকেও সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। মহকুমা শাসকের অফিস থেকে শংসাপত্র নিয়ে নেবেন কৃতীরা।
তবে এইবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মূল্যায়নের মাধ্যমে ঘোষিত হয়েছে। প্রথম দশের নাম তাই ঘোষণা করা হয়নি। তাই কীভাবে প্রথম সারির কৃতীদের সম্বর্ধনা দেওয়া হবে, তা এখনও জানা যায়নি। কিন্তু গত বছরও কোভিডের কারণে ভার্চুয়ালি কৃতীদের সম্বর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.