সেপ্টেম্বরে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। আর সেপ্টেম্বরেই বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ।
বাংলা বিজেপি সূত্রে জানা গেছে, এই বাংলা সফরে অমিত শাহের গন্তব্য উত্তরবঙ্গ। তিনি প্রথমেই যাবেন দার্জিলিংয়ে। এই মুহূর্তে বাঙলায় একের পর এক বিজেপি নেতা দলত্যাগ করছে। অন্যদিকে বিজেপি নেতাদের একাংশ উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবি তুলেছেন। এই অবস্থায় অমিত শাহের উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজেপি সূত্রের আরও জানা গেছে, উত্তরবঙ্গ সফরে বিজেপি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ।
উনিশের নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করতে পারেনি তৃণমুল। একুশের নির্বাচনে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভালো ফল করেছে তৃণমূল। এই অবস্থায় উত্তরের দুর্বল সংগঠনকে চাঙ্গা করতেই দলীয় কর্মী, সাংসদ ও বিধায়কের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।
Comments are closed.