একদিকে যখন পৃথক উত্তরবঙ্গের দাবি করছে বিজেপির একাংশ। এই আবহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। পরিস্থিতি ঠিক থাকলে সেপ্টেম্বর মাসের ৬ তারিখে তিনি যেতে পারেন উত্তরবঙ্গ সফরে। ফিরবেন ৯ সেপ্টেম্বর।
জানা গেছে উত্তরকন্যা থেকে তিনি ভার্চুয়াল বৈঠক করবেন প্রশাসনিক কর্যাদের সঙ্গে। উত্তরবঙ্গের বেশকিছু এলাকা পরিদর্শন করবেন তিনি। উত্তরবঙ্গের জেলাগুলোর সমস্যা নিয়ে কথা বলবেন দলীয় নেতাদের সঙ্গে।
উল্লেখ্য, ১৯ এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে ভালো ফল করতে পারেনি তৃণমূল। সেইমত ২১ এর নির্বাচনে উত্তরবঙ্গকে পাখির চোখ করেছিল তৃণমূল। উত্তরের ৮টি আসনের মধ্যে ৭টিতেই জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৫টিতেই এখন এগিয়ে রয়েছে তৃণমূল। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে ভালো ফল করেছে তৃণমূল।
Comments are closed.