একাধিক মেডিক্যাল কলেজে অধ্যাপক নিয়োগ, জমি আইনে বদল সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা  

রাজ্যের একগুচ্ছ মেডিক্যাল কলেজে নিয়োগের সিদ্ধান্ত গৃহত হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বাকি মন্ত্রীরা উপস্থিত ছিলেন। নবান্ন সূত্রে খবর, রাজ্যের ৬টি মেডিক্যাল কলেজে মোট ১০২ জন অধ্যাপক নিয়োগ করতে চলছে স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, উলবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ, বারাসাত সরকারি মেডিক্যাল কলেজ, তমলুক, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজগুলোতে চলতি বছরেই অধ্যাপক নিয়োগ করা হবে।

এদিন শিল্পের জন্য জমি প্রদান সংক্রান্ত আইনেও বেশ কিছু রদবদল করার ব্যাপারে মন্ত্রীসভার বৈঠকে এদিন আলোচনা হয়েছে বলে খবর। আগে শিল্পের জন্য কোনও সংস্থাকে ৯৯ বছরের লিজে জমি দিত সরকার। তবে দীর্ঘ দিন ধরেই অভিযোগ উঠে আসছিল যে, সরকারের কাছ থেকে জমি পেলেও তা কাজে না লাগিয়ে সংস্থাগুলো ফেলে রাখছে। এবার সেই সমস্ত জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্প দফতর। এর ফলে নতুন সংস্থা যেমন ওই জমিতে শিল্প তৈরির সুযোগ পাবে, একই পাবে রাজস্ব আদায়ও বাড়বে।

Comments are closed.