রেড ভলান্টিয়ারদের টিকাকরণের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি দিল SFI-DYFI
চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি, রেড ভলান্টিয়ারদের কোভিড যোদ্ধা হিসেবে রাজ্য সরকার যেন দ্রুত টিকাকরণের ব্যবস্থা করে
রেড ভলান্টিয়ারদের দ্রুত টিকাকরণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল সিপিএমের ছাত্র যুবরা। SFI এর রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং DYFI এর রাজ্য কমিটির সম্পাদক সায়ানদীপ মিত্র যৌথভাবে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।
চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি, রেড ভলান্টিয়ারদের কোভিড যোদ্ধা হিসেবে রাজ্য সরকার যেন দ্রুত টিকাকরণের ব্যবস্থা করে।
করোনা পরিস্থিতিতে প্রথম দিন থেকেই রাজ্য জুড়ে কাজ করছে সিপিএমের রেড ভলান্টিয়াররা। চিঠিতে সে কথা উল্লেখ করে বাম ছাত্র নেতৃত্বের দাবি, রাজ্য সরকার ঘোষণা করেছে কোভিড যোদ্ধাদের দ্রুত টিকাকরণের ব্যবস্থা করা হবে। রেড ভলান্টিয়ারদের ফ্রন্ট লাইন যোদ্ধার স্বীকৃতি দিয়ে দ্রুত ভ্যাকসিন দেওয়ার দাবি করা হয়েছে।
বিধানসভা ভোটে রাজ্যে শূন্য সিপিএম। কিন্তু করোনা মোকাবিলায় রেড ভলান্টিয়াররা জেলায় জেলায় করোনা সংক্রমিতদের সাহায্যে যে উদ্যোগ নিয়েছে তা সব মহলের প্রশংসা কুড়িয়েছে। কোভিড আক্রান্তের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া, খাওয়ার পৌঁছে দেওয়া, পেশেন্টকে হাসপাতালে ভর্তি, সব ক্ষেত্রেই বাম স্বেচ্ছাসেবকদের কাজ নজর কেড়েছে রাজ্যের সাধারণ মানুষের। করোনায় রুগীর মৃত্যু হলে পরিবার পরিজন দেহ ফেলে রেখে দিচ্ছেন। সৎকারের জন্য এগিয়ে আসছে রেড ভলান্টিয়াররা।
সব মিলিয়ে স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে বামপন্থী তরুণ বাহিনীর ঝাঁপিয়ে পড়ে কাজ, মানুষের কাজে লাগছে। এবার সেই বাহিনীর নিরাপত্তার স্বার্থেটিকারণ চাইল সিপিএমের ছাত্র-যুবরা।
Comments are closed.