কোভিডের কারণে প্রায় দেড় বছরের অধিক সময় ধরে রাজ্যের স্কুল, কলেজগুলি বন্ধ। ভার্চুয়াল ক্লাসের মাধ্যমেই পঠনপাঠন চালু রয়েছে। এই অবস্থায় রাজ্যের স্কুল-কলেজ খোলা সহ পাঁচ দফা দাবি নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলো বাম ছাত্র সংগঠন SFI.
মঙ্গলবার SFI-এর রাজ্য কমিটির সম্পাদক তথা একুশের নির্বাচনে সিঙ্গুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য চিঠির কপি ট্যুইট করেন।
চিঠিতে সৃজনদের অভিযোগ, দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কিছুটা কমলে সম্প্রতি সিনেমাহল, পানশালা-রেস্তোরাঁ, সামাজিক অনুষ্ঠানের জন্য নবান্ন ছাড়পত্র দিলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি মেলেনি। এমনকী করোনার প্রথম ঢেউ কমলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একমাত্র বন্ধ থেকেছে স্কুল কলেজ। এর জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা গভীর সংকটের মধ্যে পড়েছে বলে চিঠিতে উল্লেখ্য করেছেন SFI নেতৃত্ব।
লকডাউনে কেন্দ্রীয় সরকার ভার্চুয়াল ক্লাসকেই প্রাধান্য দিয়েছে। একই নীতি অনুসরণ করেছে রাজ্য সরকার। এর জেরে ছাত্রদের একটা অংশ বঞ্চিত হচ্ছে বলেও চিঠিতে দাবি করা হয়। বাম ছাত্র সংগঠনের ব্যাখ্যা, অনলাইন ক্লাস করার জন্য স্মার্ট ফোন কেনা বা তার আনুষঙ্গিক খরচ যোগানোর মত সামর্থ্য অনেক ছাত্রছাত্রীর নেই। যার জেরে রোজকার পঠনপাঠনে সেই সমস্ত ছাত্রছাত্রীরা অংশ নিতে পারছেন না। ফলে অনগ্রসর, দরিদ্র শ্রেণীর ছাত্রদের মধ্যে স্কুল ড্রপ আউটের সংখ্যা অত্যাধিক বাড়ছে। ছাত্রীরাও বাল্য বিবাহ থেকে পাচারের মতো সংকটের সম্মুখীন হচ্ছেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে এমনই গুরুতর অভিযোগ করেছে SFI.
বাম ছাত্র সংগঠনের আরও চাঞ্চল্যকর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের মতোই একটি বড় অংশের ছাত্রকে পড়াশোনার জগৎ থেকে ঠেলে বার করে দিতে চাইছে রাজ্য সরকার।
Letter from @BengalSfi to Hon'ble CM @MamataOfficial on Reopening Educational Institutions, Vaccinating Students, Reduction of Fees and a lot more. The WB Govt must Listen to the Demands of Students. #ReOpenCampus pic.twitter.com/Idp24IM84E
— Srijan Bhattacharyya (@SrijanForYou) August 3, 2021
ছাত্রছাত্রীদের টিকাকরনে অগ্রাধিকার,সরকারি বেসরকারি স্কুলের ফি মুকুব, এবং সর্বোপরি অবিলম্বে স্কুলের খোলার দাবি জানানো হয়েছে SFI-এর তরফে।
Comments are closed.