এবার বাঙ্গালির পাতে পড়তে চলেছে বাংলাদেশের ইলিশ। সবকিছু ঠিক থাকলে বুধবার থেকেই বাংলার বাজারে পাওয়া যাবে পদ্মার ইলিশ। আগামী ১০ অক্টোবরের মধ্যে দফায় দফায় মোট ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ চলে আসছে বাংলার বাজারে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্য রক্ষায় পুজোর উপহার হিসেবে বাংলায় পদ্মার ইলিশ পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বৈধ পথে পেট্রোপোল সীমান্ত পেরিয়ে এ রাজ্যে ঢুকতে শুরু করবে বাংলাদেশের ইলিশ। তবে গত দুবছর ধরে ভারত আর বাংলাদেশের সম্পর্কে নানা ওঠাপরা লেগেছিল। গত মার্চ মাসে ভারতের ওপর কোভিড টিকার ভরসা করে বেগ পেতে হয়েছিল বাংলাদেশকে। ১২ লক্ষ বাংলাদেশির দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে চিনের কাছে টিকা নিতে হয় প্রতিবেশি রাজ্যকে। ২০১২ সালে তিস্তার জল নিয়ে বিবাদের জেরে বাংলাদেশ ভারতে ইলিশ রফতানি বন্ধ করেছিল। তবে মাঝে মাঝে ওপার বাংলা থেকে এপার বাংলার বাজারে ইলিশ এসেছে। যদিও তার পরিমাণ খুবই কম। যেমন গত বছর এসেছিল মাত্র ৫০০ টন ইলিশ। কিন্তু এবার একসঙ্গে ২,০৮০ মেট্রিক টন ইলিশ আসার বার্তা অনেককেই অবাক করে দিয়েছে। তবে ওই ইলিশের দাম নাগালের মধ্যে থাকবে কি না তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। কারণ এখন বাজারে বড় মাপের যেসব ইলিশ মিলছে তার দামও ১৮০০ থেকে ২০০০ টাকা কেজিপ্রতি।
একুশের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশের বিখ্যাত আম পাঠিয়েছেন শেখ হাসিনা। মমতাপন্থীরা মনে করছেন এবার দিল্লির গদি দখল করবে বাঙ্গালি। মোদির বিরুদ্ধে প্রধান, প্রথম ও সব থেকে গ্রহণযোগ্য এবং ভরসার মুখ হয়ে উঠেছেন মমতা। টাইমস পত্রিকাও বিশ্বের যে ২০জন প্রভাবশালী রাজনৈতিক নেতানেত্রীর তালিকা প্রকাশ করেছে তার মধ্যে মমতা ব্যানার্জির নামও রয়েছে। তাই মমতার মন জয়ের লক্ষ্যে ইলিশের ঝাঁপি পুজোর আগে এপার বাংলার বাজারে উপহার হিসাবে পাঠিয়ে দিলেন।
Comments are closed.