শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় এবার কাঁথির শান্তিকুঞ্জ এলাকায় গেলেন তদন্তকারীরা। বুধবার শুভেন্দু অধিকারীর বাড়ি অর্থাৎ যেখানে নিরাপত্তারক্ষীরা থাকতেন সেই ব্যারাকে যান সিআইডি আধিকারিকরা। এদিন কাঁথি থানাতেও যান তদন্তকারীরা।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু হয়েছিল ২০১৮ সালে। এতদিন পর শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী স্বামীর মৃত্যুর তদন্ত চেয়ে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন। সেই এফআইআরে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। এই মামলায় তদন্ত করছে সিআইডি। তদন্তের কারণেই এদিন কাঁথিতে যান তদন্তকারীরা। সুপর্ণার দাবি, এতদিন আতঙ্কে মুখ বন্ধ করে থাকলেও পরিস্থিতির পরিবর্তন হওয়ায় তিনি এখন স্বামীর মৃত্যুর তদন্ত চাইছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে কাঁথিতে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শুভব্রত চক্রবর্তীর। তাঁকে আহত অবস্থায় কলকাতায় আনার পরেও বাঁচানো সম্ভব হয়নি। নতুন দায়ের হওয়া এফআইআরে শুভব্রতর স্ত্রী সুপর্ণা অভিযোগ করে বলেছেন, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁর স্বামী। এত বছর শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করার পর কীভাবে গুলিবিদ্ধ হলেন শুভব্রত? প্ৰশ্ন তুলেছেন সুপর্ণা।
এদিন শান্তিকুঞ্জেই ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।
Comments are closed.