অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি। সোমবার সকালে বুকের বাঁ দিকের ব্যথা নিয়ে তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষ্ণুপুর পুরসভায় ৫৪ টি সরকারি প্রকল্পে প্রায় ১০ কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে রবিবার শ্যামাপ্রসাদকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছিল বিষ্ণুপুর থানার পুলিশ। গ্রেফতারি প্রসঙ্গে শ্যামাপ্রসাদ জানিয়েছিলেন, পুরসভায় কোনওরকম দুর্নীতি হয়নি। আমাকে কেন ধরা হল কিছুই জানি না।
তাঁকে চারদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বিষ্ণুপুর থানার লকআপে সারারাত ঘুমতে পারেননি শ্যামাপ্রসাদ। এরপর সোমবার সকালে বুকের ব্যথা নিয়ে হাসপাতালে যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক চাপ থেকেই বুকে ব্যথা হয়েছে প্রাক্তন মন্ত্রীর।
Comments are closed.