মঙ্গলবার আলিপুরদুয়ারে কর্মিসভা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বছর ১১ র এক কিশোরী। সভা থামিয়ে মঞ্চ থেকে নেমে পড়েন মমতা ব্যানার্জি। তাঁর শুশ্রূষা করতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তাঁর গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জল খাইয়ে দেন তিনি। এরপর মেয়েটির গায়ে দিয়ে দেন চাদর।
আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সভায় এসেছিল ১১ বছরের মুসকান পারভীন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। হইচই শুরু হয়ে যায় তাঁকে নিয়ে। সভা থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। সভা থেকেই নিজের জলের বোতল ছুঁড়ে দেন তিনি। মমতা ব্যানার্জি বলে ওঠেন, আগে ওর চিকিৎসার দরকার। পাশের মঞ্চে পারভীনকে বসানো হয়। মমতা নিজে সেবা করেই সাময়িকভাবে সুস্থ করে তোলেন পারভীনকে। পাশেই দাঁড়িয়েছিলেন মুসকান পারভীনের মা। মমতা ব্যানার্জিকে এই ভূমিকায় দেখে অবাক মঞ্চে থাকা সকলে। খুশি পারভীনের মা।
নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেন পারভীনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তাঁর নির্দেশে পারভীনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে জানানো হয় ভালো আছে সে।
Comments are closed.